প্রিপেইড মিটারে রিচার্জ করবো কিভাবে?
প্রিপেইড মিটারে রিচার্জ করবো কিভাবে?
আমরা সবাই কমবেশি বিদ্যুৎ ব্যবহার করে থাকি সেই সাথে বিদ্যুৎ ব্যবহারের পারমাপক যন্ত্র/ডিভাইস মানে এনার্জি মিটার সম্পর্কে ধারণা রয়েছে। ২০০৭ সালের পূর্বে এনালগ মিটার ব্যবহার হতো পরে আসলো ডিজিটাল মিটার এ গুলো বেসিক মিটার ছিলো শুধু রিডিং দেখা যেত সে অনুযায়ী বিল হতো। বর্তমানে ব্যবহার হচ্ছে প্রিপেমেন্ট মিটার এ ধরনের মিটারের ব্যবহার দিনদিন বেড়ে চলেছে। প্রিপেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতে হলে ব্যবহারের পূর্বে টাকা রির্চাজ করে তারপর বিদ্যুৎ ব্যবহার করতে হয়। আজকের নিবন্ধে আমরা প্রিপেইড মিটারের রির্চাজ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো।
প্রিপেইড মিটার (Prepaid Meter)
প্রিপেইড বৈদ্যুতিক মিটার হলো এক ধরনের বিদ্যুৎ পরিমাপক যন্ত্র/ডিভাইস যেখানে বিদ্যুৎ ব্যবহারের পূর্বে টাকা রিচার্জ করতে হয়। এরপরই বিদ্যুৎ ব্যবহার করা যায়। পূর্বে অর্থ প্রদান করে বিদ্যুৎ ব্যবহার করা হয় বলেই এধরনের মিটারকে প্রিপেইড বৈদ্যুতিক মিটার বা প্রিপেইড মিটার বলা হয়। আজকের নিবন্ধে আমরা প্রিপেইড মিটারের রির্চাজ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব।
প্রিপেইড মিটারের প্রকারভেদ
- স্মার্ট কার্ড টাইপ প্রিপেইড মিটার ।
- কিপ্যাড টাইপ প্রিপেইড মিটার।
প্রিপেইড মিটারে রিচার্জ করার মাধ্যম
- ভেন্ডিং ষ্টেশন (নির্ধারিত স্থানে অবস্থিত)।
- জি পে (গ্রামীনফোন)।
- বিকাশ।
- রকেট।
- নগদ।
- রবি বিল পে।
- ইজি।
প্রিপেইড মিটারে রির্চাজ পদ্ধতি
স্মার্ট কার্ড টাইপ প্রিপেইড মিটারের ক্ষেত্রে
কিপ্যাড টাইপ প্রিপেইড মিটারের ক্ষেত্রে
বেশি সংখ্যার টোকেন আসলে কিভাবে টাকা মিটারে মিটারে রিচার্জ করবেন?
- পূর্বে এক লাইনের টোকেন মিটারে প্রবেশ করতেন এখন আবাসিক গ্রাহকদের ৯-১০ টি লাইন আর অনান্য শ্রেনির গ্রাহকদের ক্ষেত্রে ৪-৫ টি লাইন মিটারে প্রবেশ করাতে হবে।
- আপনার টোকেন এর বিদ্যমান প্রতিটি লাইনে বিশটি করে সংখ্যা আছে প্রতিটি লাইন মিটারের প্রবেশ করিয়ে এন্টার/ওকে বাটন চাপতে হবে।
- মিটারে টোকেন কোড সমূহ সঠিক প্রবেশ করাতে পারলে সাকসেস লেখা মিটারের প্রর্দশন করবে আর সঠিক না হলে এরর/রিজেক্ট লেখা প্রদর্শিত হবে।
- মনে করেন আপনি সঠিকভাবে টোকেন নাম্বার সমূহ প্রবেশ করাতে পানেননি বা কোন একটি লাইন ভূল করেছেন সেক্ষেত্রে মিটারে সিকুয়েন্স নাম্বার পরিক্ষা করতে হবে মানে কততম টোকেন প্রবেশ হয়েছে সে অনুযায়ি পূনরায় পরবর্তি টোকেন নাম্বার প্রবেশ করাতে হবে।
সিকোয়েন্স নাম্বার কিভাবে দেখবেন?
মিটার ব্যান্ড | কোড |
---|---|
ইনহে | ৫২ |
ইনহে থ্রি-ফেজ | সি-৬০১৩ |
হেক্সিং | ৮৮৯ |
লিংইয়াং | ০০১ |
ইস্টার্ন | ০৯০ |
অনান্য মিটার | ৮৮৯ |