সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ছে ৩১ ডিসেম্বর পর্যন্ত

জনপ্রশাসন মন্ত্রণালয়

অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের পর অর্থ্যাৎ গত ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি জারি পর চাওয়া হয়েছিলো ৩০ শে নভেম্বরের মধ্যে সরকারী কর্মচারীদের হিসাব। দুর্নিতিরূধে সরকারী চাকুরীজিবিদের হিসাব চাওয়া হয়েছে তবে দুর্নীতি কমাতে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, যা ২০০২–এ সংশোধনী এনে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী পাঁচ বছর পর পর দেয়ার বিধান করা হয়।

সরকারি কর্মচারীদের চলতি বছরের সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য এক মাস সময় বাড়ছে। ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও এ সময় বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।


রোববার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালা করা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

পূর্ববতী
মন্তব্য নেই
মন্তব্য যোগ করুন
comment url