BRTA Driving License Delivery Date Check Online | বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির তারিখ অনলাইনে পরিক্ষা করার পদ্ধতি

BRTA Driving License Delivery Date Check Online | বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির তারিখ অনলাইনে পরিক্ষা করার পদ্ধতি
BRTA Driving License Delivery Date Check Online | বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির তারিখ অনলাইনে পরিক্ষা করার পদ্ধতি

বাংলাদেশের বিআরটিএ (BRTA) ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা করার নিয়ম, কিভাবে ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি ডাউনলোড করবেন এবং স্ট্যাটাস যাচাই করবেন।

বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হয়েছে কিনা, লাইসেন্সের তথ্য সঠিকে আছে কিনা তা অনলাইনে চেক করতে পারবেন। আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হয়েছে কিনা বা অন্য করো ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা তা যাচাই করতে পারবেন। নিচে বিস্তারিত দেখুন।

আসুন বিস্তারিত জানি কিভাবে DL Checker ইনস্টল করবেন এবং মোবাইলে কিভাবে BRTA -র রেজিস্ট্রেশন, লাইসেন্স চেক করবেন।

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা পদ্ধতি

জুন ২০২১ এর আগে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়োমেট্রিক প্রদান করেছেন তাদের ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে বিআরটিএ জানায়।

আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হয়েছে কিনা চেক করতে ভিজিট করুন-http://my.brta.gov.bd/dl_status.php এবং DL Ref No এবং আপনার জন্ম তারিখ সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করে DL Check করতে পারবেন। জানতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স কখন ডেলিভারি দেয়া হবে।

এন্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা পদ্ধতি


ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য প্রথমে আপনার এন্ড্রয়েড স্মার্টফোনে Play Store থেকে DL Checker App টি ইনস্টল করতে হবে। অ্যাপ টি ওপেন করে DL no অথবা Reference No ও Date of Birth লিখে সাবমিট করলেই বিআরটিএ সার্ভার থেকে ড্রাইভিং লাইসেন্সের ছবি, কার্ড স্ট্যাটাস ও তথ্য দেখতে পাবেন।
পরবর্তী পূর্ববতী
মন্তব্য নেই
মন্তব্য যোগ করুন
comment url