ভর্তি, চাকরি পরীক্ষার কেন্দ্রের প্রস্তুতি যেভাবে নিবেন

ভর্তি, চাকরি পরীক্ষার কেন্দ্রের প্রস্তুতি যেভাবে নিবেন

ভর্তি ও চাকরির পরীক্ষাগুলো খুবই প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে থাকে। এখানে একটি পদ/সিটের জন্য অনেক প্রার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন। আপনি ভালো প্রস্তুতি নিয়ে পরিক্ষা কেন্দ্রে আসলেন কিন্তু কিছু ভুলের ‍কারণে পরিক্ষায় উত্তীর্ণ হতে পাবলেন না। এখানে অল্পসময়ে বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিতে হয়। তাই নিচের বিষয়গুলো পরীক্ষার কেন্দ্রে মেনে চলার চেষ্টা করা জরুরী।

exam center preparation,ভর্তি, চাকরি পরীক্ষার কেন্দ্রের প্রস্তুতি যেভাবে নিবেন,চাকরি পরীক্ষার প্রস্তুতি,চাকরি পরীক্ষার প্রশ্ন ও উত্তর,চাকরি পরীক্ষা

ভর্তি, চাকরি পরীক্ষার কেন্দ্রের প্রস্তুতিঃ

  • ভর্তি, চাকরির পরীক্ষার দিন সময় মতো পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন।
  • ভর্তি, চাকরি পরীক্ষার কেন্দ্রে প্রশ্ন পাওয়ার পর ভয় পাওয়া যাবেনা। মাথা পুরোপুরি ঠান্ডা রাখতে হবে।
  • প্রবেশপত্রসহ আনুষঙ্গিক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত জিনিস সঙ্গে নিয়ে যাবেন। যেমন কলম, পেন্সিল,রুলার,ক্যালকুলেটর ইত্যাদি অনুমোদিত জিনিসপত্র।
  • অপরদিকে পরীক্ষার কেন্দ্রে অনুমোদন নাই এমন জিনিসপত্র কোনো অবস্থাতেই কেন্দ্রে নেওয়া যাবে না।
  • এমসিকিউ পরিক্ষায় প্রতিটি বৃত্ত নির্দেশনা অনুযায়ী ভালোভাবে ভরাট করবেন। ব্যবহৃত পুরাতন মোটা কালো কালির বলপয়েন্ট কলম হলে তাড়াতাড়ি বৃত্ত ভরাট করা যায়।
  • প্রশ্নের সেট ও রেজিস্ট্রেশন নম্বর ভালো করে খেয়াল করবেন। আপনার তথ্যগুলো সঠিকভাবে উত্তরপত্রে লিখবেন।
  • হাজিরা খাতায় নিজের নাম ও ছবি দেখে স্বাক্ষর করবেন। প্রবেশপত্রে যে স্বাক্ষর দিয়েছেন, হুবহু সেই স্বাক্ষর করবেন।
  • প্রশ্ন দ্রুত পড়বেন এবং সঙ্গে সঙ্গেই প্রশ্নের সিরিয়াল অনুসারে বৃত্তও ভরাট করে ফেলবেন। তবে গণিত ও মানসিক দক্ষতা অংশ পরে উত্তর করা ভালো।
  • এমসিকিউ পরীক্ষায় বৃত্ত ভরাটের সময় প্রশ্নের ক্রমিক নম্বর ভালো করে খেয়াল করবেন। অপশনের ক, খ, গ, ঘ কোন ফরম্যাটে আছে, তা-ও খেয়াল রাখুন।
  • অনেক পরীক্ষায় ভূল উত্তরের জন্য মার্ক কাটা হয়, এ বিষয়ে সিটে উল্লেখ করা থাকে যে একটা ভূল উত্তরে কত নেগেটিভ মার্ক হবে। তাই পরীক্ষায় আন্দাজে কোনো উত্তর দেওয়া যাবে না।
  • কতটি প্রশ্নের উত্তর দিবেন, তার কোনো টার্গেট থাকা যাবে না। এটি নির্ভর করবে আপনার জানার ওপর।
  • টার্গেট করে সবগুলো উত্তর দিতে যাবেন না। যতগুলো পারেন মনোযোগ দিয়ে প্রশ্ন পড়ে ততগুলোর সঠিক উত্তর দিবেন।
  • একই প্রশ্নের একাধিক উত্তর সঠিক হলে অপশনের প্রথমে যেটা, সেটা দিয়ে আসবেন। আবার কোনো সঠিক উত্তর না থাকলে ওই প্রশ্ন রেখেই আসবেন। ঝুঁকি নেওয়ার দরকার নাই।
  • প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশপাশের কোনো পরীক্ষার্থীর ওপর নির্ভর করবেন না।
  • পরীক্ষার হলে পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক/কর্মকর্তার সঙ্গে অযথা বিতর্কে যাবেন না।
মোটামোটি ভর্তি, চাকরি পরীক্ষার কেন্দ্রের প্রস্তুতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে সবসময় এই বিষয় গুলো মেনে চলার চেষ্টা করা উচিত।
পরবর্তী পূর্ববতী
মন্তব্য নেই
মন্তব্য যোগ করুন
comment url