BRTC Job Circular 2022 (138 Job Opportunities)-www.brtc.gov.bd | বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (১৩৮ পদে চাকরির সুযোগ)

BRTC Job Circular 2022 (138 Job Opportunities)-www.brtc.gov.bd  | বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২২ (১৩৮ পদে চাকরির সুযোগ)
BRTC Job Circular 2022 (138 Job Opportunities)-www.brtc.gov.bd  | বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২২ (১৩৮ পদে চাকরির সুযোগ)

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ৯টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে মোট ১৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে রোববার থেকে আবেদন শুরু হবে।

পদ অনুসারে জনবলের সংখ্যা

১৩৮ জনের মধ্যে কোষাধ্যক্ষ পদে নেওয়া হবে ৭ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১৫ জন, জব সহকারী পদে ১৬ জন, কারিগর-বি (সাধারণ) পদে ১৫ জন, কারিগর-বি (ট্রেড) পদে ১০ জন, কারিগর-সি (সাধারণ) পদে ১৫ জন, কারিগর-সি (টেড) পদে ১২ জন, কারিগর-ডি (সাধারণ) পদে ২০ জন ও কারিগর-ডি (ট্রেড) পদে ২৮ জন নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

কোষাধ্যক্ষ পদে আবেদনের জন্য কোনো প্রতিষ্ঠানে কোষাধ্যক্ষ হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে। এ ছাড়া সাত হাজার টাকা নগদ জামানত দিতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে। জব সহকারী পদের জন্য বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে। কারিগর-বি (সাধারণ), কারিগর-বি (ট্রেড), কারিগর-সি (সাধারণ) ও কারিগর-সি (ট্রেড) পদে আবেদনের জন্য এসএসসি পাস হতে হবে। কারিগর-ডি (সাধারণ) ও কারিগর-ডি (ট্রেড) পদে আবেদনের সর্বনিম্ন যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

যেভাবে আবেদন

পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষার বিষয়ে সব তথ্য বিআরটিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা ২৬ ডিসেম্বর ২০২২ বিকাল ০৫:০০ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

চাকরির বিজ্ঞপ্তির  অতিরিক্ত তথ্য

  • চাকরির আবেদন ফি: ৩০০/- টাকা। 
  • হেল্পলাইন নম্বর (টেলিটক): ১২১
  • ই-মেইল: কোনো ই-মেইল ঠিকানা নেই।
  • বিআরটিসি ওয়েবসাইট: (http://brtc.gov.bd/)
  • বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদনকারীরা আসতে পারেন।
  • যেকোন কোম্পানীতে কর্মরত যে কোন আবেদনকারী আবেদন করতে ইচ্ছুক তা করতে পারেন। তবে পর্যাপ্ত অনুমতি নিয়েই করতে হবে।
  • যে কোনো ক্ষেত্রে, কর্তৃপক্ষ শূন্য পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। কর্তৃপক্ষ চাইলে, তারা BRTC চাকরির সার্কুলার  বাতিলও করতে পারে। কর্তৃপক্ষ এই অধিকার রাখে।
  • নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।


বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চাকরির  জন্য প্রার্থী বাছাই পদ্ধতি

যোগ্য প্রার্থীদের তিনটি পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। আসুন এই পরীক্ষাগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

০১) MCQ পরীক্ষা: ১০০ নম্বরের বাছাই পরীক্ষা হবে। আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন তবে আপনি লিখিত পরীক্ষায় বসার যোগ্য হবেন।

০২) লিখিত পরীক্ষা: মোট ৩০০ নম্বরের লিখিত পরীক্ষা পরিচালিত হবে। লিখিত পরীক্ষার সিলেবাসের জন্য অনুগ্রহ করে BRTC – বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন চাকরির বিজ্ঞপ্তি  দেখুন।

০৩) ভাইভা পরীক্ষা: ৫০-মার্কের ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে নিয়োগ করা হবে।


বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চাকরির জন্য কীভাবে আবেদন করবেন

০১) আবেদন করতে প্রথমে http://brtc.teletalk.com.bd এই লিঙ্কে যান

০২) Application Form অপশনে ক্লিক করুন।

০৩) এখন BRTC চাকরির বিজ্ঞপ্তিতে উল্লিখিত ০৯টি পদের নাম স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনাকে যোগ্যতা অনুসারে একটি নির্বাচন করতে হবে এবং তারপরে পরবর্তী ক্লিক করতে হবে।

০৪) তার পর না নির্বাচন করুন এবং পরবর্তী ক্লিক করুন।

০৫) আপনার বিস্তারিত চাহিত তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করুন।


বিআরটিসি আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি

আপনাকে ৩০০/- টাকা আবেদন ফি দিতে হবে। চলুন দেখে নেই কিভাবে SMS এর মাধ্যমে ফি পরিশোধ করবেন।

প্রথম SMS: BRTC <space> User ID লিখে পাঠান ১৬২২২ নম্বরে।

উদাহরণ: BRTC ABCDEF

দ্বিতীয় এসএমএস: BRTC <space> yes <space> PIN লিখে পাঠান ১৬২২২ নম্বরে।

উদাহরণ: BRTC হ্যাঁ 12345678

BRTC Job Circular 2022 (138 Job Opportunities)-www.brtc.gov.bd  | বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২২ (১৩৮ পদে চাকরির সুযোগ)


পরবর্তী পূর্ববতী
মন্তব্য নেই
মন্তব্য যোগ করুন
comment url