মে মাসের দিবস ও সরকারি ছুটি সমূহ ২০২৪। DAYS OF MAY 2024
মে মাস। MAY
আজকের নিবন্ধে আমরা ২০২৪ সালের মে মাসের দিবস ও ছুটি সমূহ জানবো। আমরা অনেকেই ২০২৪ সালের মে মাসের ছুটি ও দিবস সম্পর্কে গুগলে সার্চ করে থাকি। ইংরেজী ১২ মাসের মধ্যে পঞ্চম মাসটি হল মে মাস। বাংলা মাস অনুযায়ী মে মাসে দুইটি মাস পড়েছে বৈশাখ ও জ্যৈষ্ঠ। মে মাস বসন্ত ঋতুর তৃতীয় এবং শেষ মাস। মে মাসে আম ও কাঠাল পাকা শুরু হয়ে যায়। আশা করছি আপনাদের কাজে আসবে।
মে মাসের দিবস সমূহ ২০২৪
মে মাসে জাতীয় ও আন্তর্জাতিক সর্বমোট ১৬ টি দিবস রয়েছে যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে। বর্তমানে চাকরির পরীক্ষায় দিসবসমূহ থেকে প্রশ্ন করা হচ্ছে। তাই সকলের মে মাসের দিবস সমূহ জেনে রাখা উচিত।
মে মাসের ছুটি সমূহ ২০২৪
মে মাসে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ০২ দিন ছুটি রয়েছে যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।
তারিখ | ছুটি সমূহ |
১ মে | আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস |
২২ মে | বুদ্ধ পূর্ণিমা |
আশা করছি মে মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ তালিকা আপনার উপকারে এসেছে ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এছাড়া অনান্য মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ এখানে দেখতে পাবেন। ধন্যবাদ