BPDB Job Circular 2023 (Assistant Engineer) | বিপিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (সহকারী প্রকৌশলী)

BPDB Job Circular 2023 (Assistant Engineer) | বিপিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৩ (সহকারী প্রকৌশলী)।
bpdb job circular 2022 assistant engineer,bpdb job circular 2023 assistant engineer,bpdb job circular,বিপিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৩,নিয়োগ বিজ্ঞপ্তি

What is BPDB? (বিপিডিবি কি?)

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান। ১৯৭২ সালে একটি স্বাধীন রাষ্ট্র রূপে বাংলাদেশের উত্থানের পর দেশটির বিদ্যুৎ খাতের উন্নয়নে একটি পাবলিক সেক্টর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি দেশের বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ এবং দেশের অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত। প্রধানত দেশের নগরাঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের এবং বণ্টনের জন্য বিপিডিবি দায়বদ্ধ। বোর্ডটি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে রয়েছে।

BPDB Job Circular 2023 (বিপিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৩)

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সহকারী প্রকৌশলী পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিপিডিবি চাকরির বিজ্ঞপ্তি ০২ জানুয়ারি, ২০২৩ এ প্রকাশিত হয়েছে। তাই যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ চাকরিতে আগ্রহী তারা সুযোগটি নিতে প্রস্তুত হন কারণ এটি একটি বিশাল চাকরির বিজ্ঞপ্তি।

পদ অনুসারে জনবলের সংখ্যা

  • সহকারী প্রকৌশলী (গ্রেড-০৯) বেতনঃ ২২,০০০-৫৩,০৬০/-

আবেদনের যোগ্যতা

সহকারী প্রকৌশলী পদের জন্য  স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই)/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে।

যেভাবে আবেদন

পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষার বিষয়ে সব তথ্য বিপিডিবি ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা ০৫ জানুয়ারি ২০২৩ তারিখ ০৯:০০ ঘটিকা হইতে আবেদন করা যাবে আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৩  বিকাল ০৪:০০ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

চাকরির বিজ্ঞপ্তির  অতিরিক্ত তথ্য

  • চাকরির আবেদন ফি: ১০০০/- টাকা। 
  • হেল্পলাইন নম্বর (টেলিটক): ১২১
  • ই-মেইল: কোনো ই-মেইল ঠিকানা নেই।
  • বিপিডিবি ওয়েবসাইট: (https://www.bpdb.gov.bd/)
  • বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে।
  • যেকোন প্রতিষ্ঠানে কর্মরত যে কোন আবেদনকারী আবেদন করতে ইচ্ছুক হলে আবেদন করতে পারেন। তবে পর্যাপ্ত অনুমতি নিয়েই করতে হবে।
  • যে কোনো ক্ষেত্রে, কর্তৃপক্ষ শূন্য পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। কর্তৃপক্ষ চাইলে, তারা বিপিডিবি চাকরির সার্কুলার  বাতিলও করতে পারে। কর্তৃপক্ষ এই অধিকার রাখে।
  • নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
bpdb job circular 2022 assistant engineer,bpdb job circular 2023 assistant engineer,bpdb job circular,বিপিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৩,নিয়োগ বিজ্ঞপ্তি

bpdb job circular 2022 assistant engineer,bpdb job circular 2023 assistant engineer,bpdb job circular,বিপিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৩,নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সহকারী প্রকৌশলী চাকরির  জন্য প্রার্থী বাছাই পদ্ধতি

যোগ্য প্রার্থীদের দুইটি পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। আসুন এই পরীক্ষাগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
০১) লিখিত পরীক্ষা: ৮০ নম্বরের বাছাই পরীক্ষা হবে। পাস মার্ক ৪০।
০২) ভাইভা পরীক্ষা: ২০-মার্কের ভাইভা পরীক্ষায় হবে।পাস মার্ক ১০।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সহকারী প্রকৌশলী চাকরির জন্য কীভাবে আবেদন করবেন

০১) আবেদন করতে প্রথমে http://bpdb.teletalk.com.bd/ এই লিঙ্কে যান
০২) এখন বিপিডিবি চাকরির বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের নাম স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনাকে যোগ্যতা অনুসারে একটি নির্বাচন করতে হবে এবং তারপরে পরবর্তী ক্লিক করতে হবে।
০৩) তার পর না নির্বাচন করুন এবং পরবর্তী ক্লিক করুন।
০৪) আপনার বিস্তারিত চাহিত তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করুন।


বিপিডিবি আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি

আপনাকে ১০০০/- টাকা আবেদন ফি দিতে হবে। চলুন দেখে নেই কিভাবে SMS এর মাধ্যমে ফি পরিশোধ করবেন।
প্রথম SMS: BPDB <space> User ID লিখে পাঠান ১৬২২২ নম্বরে।
উদাহরণ: BPDB ABCDEF
দ্বিতীয় এসএমএস: BPDB <space> yes <space> PIN লিখে পাঠান ১৬২২২ নম্বরে।
উদাহরণ: BPDB হ্যাঁ 12345678
পরবর্তী পূর্ববতী
মন্তব্য নেই
মন্তব্য যোগ করুন
comment url