ঢাকা মেট্রোরেলের সর্বশেষ সময়সূচী ২০২৩

ঢাকা মেট্রোরেল

উত্তরা এবং মতিঝিলের মধ্যে প্রথম ২০.১ কিলোমিটার মেট্রোরেল প্রকল্পটি ঢাকায় প্রতিষ্ঠিত হয়। যানজট নিরসনই মেট্রোরেলের প্রধান লক্ষ্য। ২৬ জুন ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির উদ্বোধন করেন এবং মেট্রোরেলের কার্যক্রম শুরু হয়। ২৮ ডিসেম্বর বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এর পর সাধারন জনগনের জন্য ঢাকা মেট্রোরেল উন্মোক্ত করা হয়।

ঢাকা মেট্রোরেল,ঢাকা মেট্রোরেলের সর্বশেষ ট্রেনের সময়সূচী,ঢাকা মেট্রোরেলের স্টেশন সমূহ,ঢাকা মেট্রোরেলের টিকিটের মূল্য,ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লি:

ঢাকা মেট্রোরেলের নতুন সময়সূচী

২৫ জানুয়ারি ২০২৩ তারিখ হতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (Dhaka Mass Transit Company Limited)।

চলাচলের সময় সকাল ০৮.৩০ মিনিট থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর
একক যাত্রা টিকিট ক্রয়ের সময় সকাল ০৮.০০ ঘটিকা থেকে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত
MRT Pass ক্রয়ের সময় সকাল ০৮.০০ ঘটিকা থেকে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত এবং বিকাল ০৩.০০ ঘটিকা থেকে রাত ০৯.০০ ঘটিকা পর্যন্ত
MRT Pass ক্রয়ের নিয়ম www.dmtcl.gov.bd হতে MRT Pass নিবন্ধন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার
যাতায়াতের স্টেশন সমূহ উত্তরা উত্তর-পল্লবী- আগারগাঁও

ঢাকা মেট্রোরেলের স্টেশন সমূহ

দেশে বিদ্যুৎচালিত ট্রেনের নতুন যুগের সূচনা হবে কেবল ঢাকা মেট্রোরেল প্রকল্পের মাধ্যমে। মেট্রো ট্রেনটি ১৭ টি স্টেশনে থামবে এবং স্টেশনগুলি প্রয়োজনীয় সমস্ত সুবিধা সহ আধুনিক হবে। বর্তমানে উত্তর  থেকে আগারগাও পর্যন্ত চলাচল করবে।

  • দিয়াবাড়ী ডিপো
  • উত্তরা উত্তর
  • উত্তরা কেন্দ্র
  • উত্তরা দক্ষিণ
  • পল্লবী
  • মিরপুর ১১
  • মিরপুর ১০
  • কাজীপাড়া
  • শেওড়াপাড়া
  • আগারগাঁও
  • বিজয় সরণি
  • ফার্মগেট
  • কাওরান বাজার
  • শাহবাগ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশ সচিবালয়
  • মতিঝিল

ঢাকা মেট্রোরেলের টিকিটের মূল্য

বর্তমানে উত্তর  থেকে আগারগাও পর্যন্ত চলাচল করছে । সব সর্বনিম্ন ভাড়া ২০ টাকা আর সর্বউচ্চ ভাড়া ১০০ টাকা। মেট্রোরেল টিকিটের দাম সাশ্রয়ী হবে। টিকিটের মূল্য নির্ধারণে কমিটি গঠনের পর সব মূল্য নির্ধারণ করা হয়। স্টেশনের নাম ও টিকিটের মূল্য এখানে সাজানো হয়েছে।

Dhaka Metro Rail Ticket Price (ঢাকা মেট্রো রেলের টিকিটের মূল্য)
পরবর্তী পূর্ববতী
মন্তব্য নেই
মন্তব্য যোগ করুন
comment url